Logo

রাজনীতি    >>   আইসিসি প্রধান কৌঁসুলি করিম এ এ খান ঢাকায়, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

আইসিসি প্রধান কৌঁসুলি করিম এ এ খান ঢাকায়, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

আইসিসি প্রধান কৌঁসুলি করিম এ এ খান ঢাকায়, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম এ এ খান, ২৫ নভেম্বর সোমবার, চার দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন। সফরের মূল উদ্দেশ্য হলো রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত। তার সফরসূচির মধ্যে রয়েছে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন। সেখানে তিনি রোহিঙ্গাদের ওপর হওয়া সম্ভাব্য মানবতাবিরোধী অপরাধের তদন্তে অভিযুক্তদের সাথে সাক্ষাৎ করবেন এবং তদন্ত কার্যক্রম সম্পর্কে নির্দেশনা দেবেন।

আইসিসির কর্মকর্তারা জানিয়েছেন, রাখাইন থেকে রোহিঙ্গাদের বিতাড়ন কার্যক্রমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত করতে এই সফরে এসেছেন করিম। সফরের প্রথম ধাপে তিনি কক্সবাজারে গিয়ে সেখানে অবস্থানরত রোহিঙ্গাদের সাথে সরাসরি কথা বলবেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করবেন। ২৬ নভেম্বর ঢাকায় ফিরবেন তিনি, এরপর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এর আগে, গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র তৌফিক হাসান জানান, আইসিসি কর্তৃক প্রস্তাবিত 'উইটনেম প্রোটেকশন প্রোটোকল' চূড়ান্ত করার কার্যক্রম চলছে এবং এর জন্য বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মতামত নেওয়া হয়েছে। এই প্রটোকলটি সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ এবং সাক্ষীদের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।

রোম সনদ অনুসারে, রাখাইন থেকে রোহিঙ্গা বিতাড়নে মানবতাবিরোধী অপরাধ হয়েছে কিনা, সে বিষয়টি তদন্ত করছে আইসিসি। এই তদন্তের ফলে যদি অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায়, তবে তাদের বিচারের জন্য আন্তর্জাতিক আদালতে হাজির করা হবে। তবে, মিয়ানমার রোম সনদে সই করেনি, যার কারণে তারা এই তদন্তের আওতায় আসবে না।

করিম এ এ খান এর আগেও ২০২৩ সালের জুলাই মাসে বাংলাদেশ সফর করেছিলেন। তার বর্তমান সফরের লক্ষ্য রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের বিচারের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা।